রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে বহুদিনের প্রকাশিত সাপ্তাহিক বিরামপুর বার্তা পূর্ণ বিকশিত করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১লা জানুয়ারি-২০২২) বিরামপুর ঢাকা মোড়ে লোকাল বাস স্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,বিরামপুর প্রেসক্লাব সভাপতি ড.নুরুল ইসলাম ও সকল সাংবাদিক বৃন্দ,স্হানীয় সরকার দলীয় নের্তবৃন্দ। উক্ত আলোচনা সভায় সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকাটি দির্ঘদিনের পত্রিকা যার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম এ্যাডঃ আব্দুস সালাম আমান। তিনি মৃত্যু বরণ হওয়ার পর থেকে কয়েক বছর অপ্রকাশিত ছিল। সেটি পূর্ণ ভাবে অব্যাহত রাখতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বিরামপুর কে দেশ ও বিশ্বের নিকট একটি মডেল রুপ দিতে সকলের প্রচেষ্টায় অত্র আলোচনা সভা। উক্ত সাপ্তাহিক বিরামপুর বার্তা প্রত্রিকাটি প্রতিষ্ঠা হয়েছিল-২০০৩ সনে যার রেজিষ্ট্রেশন নং রাজ-২৩৪।
উক্ত বিরামপুর উপজেলা জেলা প্রস্তাবিত শহর যার জন্য সকলের এক সাথে কাজ করছেন যার প্রতিফলনে উক্ত পত্রিকা টি বিশেষ করে কাজ করবে বলে সকলের দাবি। সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকাটি শহরের সার্বিক উন্নয়নে বিশেষ করে কাজ করবে মর্মে সকলের মন্তব্য উপস্থাপনে এসেছে।।