স্টাফ রিপোর্টার ॥ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সৈনিক, সাহিত্যিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এলাকার কৃতি সন্তান, রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর শাহ আব্দুল হাই শিক্ষাবৃত্তি প্রদান ও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান এবং মিলাদ ও দোয়া-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার রায় এর সভাপতিত্বে অধ্যাপক মরহুম শাহ আব্দুল হাই এর জীবন-কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন তার জ্যৈষ্ঠ পুত্র এবং এনজিও ফোরাম পাবলিক হেলথ রংপুর এর রিজিওনাল ম্যানেজার শাহ আহসান হাবিব সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক ডাঃ মোঃ মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট লেখক কবি মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট সমাজকর্মী হুমায়ুন কবীর, শিক্ষাবিদ নন্দীশ্বর দাস, সমাজসেবক আব্দুল মান্নান শাহ্, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সমাজসেবক আব্দুল হাফিজ, প্রাক্তন শিক্ষক অধ্যাপক আব্দুর রাজ্জাক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আবুল কাশেম ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী ও শ্রেণিকক্ষে যারা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে প্রফেসর শাহ আব্দুল হাই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ শিক্ষা বৃত্তি প্রতি বছর প্রদান করা হবে বলে মরহুমের জ্যৈষ্ঠ পুত্র শাহ আহসান হাবিব সোহেল জানান।
পলাশবাড়ীতে অন্তঃসত্বা লাশ উদ্ধার,পরিবারের বলছে হত্যা।
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে ঝরনা বেগম (১৯)নামের ৭ মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝরনাকে হত্যা...