৫/ গণতন্ত্রের রাজা, গণতন্ত্রের হিরো এন ইউ আহম্মেদের ২৯ তম জন্ম দিন
৬/ বিবিএফ পার্টির প্রতিষ্ঠাতা ডিজিটাল যুগের কান্ডারী বীরপারসন এন ইউ আহম্মেদের ২৯ তম জন্ম দিন
পারিবারিক সংবিধান তৈরি করে, পারিবারিক সংবিধান অনুযায়ী বিশ্বে মধ্যে প্রথম Love Nobel Prize পুরষ্কার ঘোষণা করলেন এবং বিশ্বের মধ্যে world love flag humanity King / world love flag humanity Queen পুরুষ্কার ঘোষণা করলেন।
এন ইউ আহম্মেদ রাজনীতি দল বিবিএফ পার্টির প্রতিষ্ঠাতা করলেন। স্বাধীন দেশের প্রথম দিন ১৬ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর ২০২২ সালে তিনি প্রথম ১০ টি অঙ্গ সহযোগী সংগঠন নাম সহ আত্মপ্রকাশ করছেন। পরে ২০২৩ সালে আরও ৬ টি অঙ্গ সহযোগী সংগঠন নাম সহ দেশের সর্ববৃহত্তম রাজনীতি দল বিবিএফ পার্টি য়ার ১৬ টি অঙ্গ সহযোগী কমিটি সহ কেন্দ্রীয় কমিটির নিয়ম কানুন ভিন্ন সংবিধান কথা প্রকাশ করলেন। তিনি যোগ করে বলেন, আমার পারিবারিক পরিকল্পনা ও সিদ্ধান্ত সংবিধান মতে, শুধু আমার গায়ের পাঞ্জাবি কিনার মতো এতো টাকা কারোও নেই। নিজ বাড়িতে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠার বাড়ির সহিলাটি গ্রামে পারিবারিক ভাবে মা কে নিয়ে কেক কেটেছেন।
Related
ভালোবাসার মহানায়ক, ডিজিটাল যুগের কান্ডারী এন ইউ আহম্মেদের ২৯ তম জন্মদিন
১২ আগষ্ট ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ভালোবাসার মহানায়ক, পতাকার রাজা এন ইউ আহম্মেদের ২৯ তম জন্ম দিন। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সহিলাটি গ্রামের মোঃ সাইদুল ইসলাম এবং মোছাঃ মাতিয়া খাতুনের সন্তান এন ইউ আহম্মেদ। ১৯৯৪ সালে ১২ আগষ্ট সহিলাটি ডাক্তার বাড়ি নামে বিখ্যাত নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন।…
In "জাতীয়"
বাজারে গেলে বুঝা যায় সারা দেশের মানুষের পেটে আগুন লাগিয়েছে শাসকেরা : এন ইউ আহম্মেদ
1. অবরোধ হরতাল সফল করা সারা দেশের মানুষ,ভোটারদের দায়িত্ব ও কর্তব্য : এন ইউ আহম্মেদ 2. মিথ্যার পাল্লা দিয়ে ভোট চুরি করে যোগ্যতার পাল্লা ভারী করা স্বৈরাচারীতা : এন ইউ আহম্মেদ 3. বাজারে গেলে বুঝা যায় সারা দেশের মানুষের পেটে আগুন লাগিয়েছে শাসকেরা : এন ইউ আহম্মেদ গণতন্ত্রের রাজা ,…
In "বিশেষ সংবাদ"
গণতন্ত্রের রাজ বংশের প্রতিষ্ঠাতা এন ইউ আহম্মেদ বিশ্বে প্রথম international love flag father day ঘোষণা করলেন
বিবিএফ পার্টি প্রতিষ্ঠাতা, ডিজিটাল বীরপারসন গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ গণতন্ত্রের রাজ বংশ প্রতিষ্ঠা করলেন। গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বিশ্বে প্রথম international fair voting day ঘোষণা করলেন। international love flag father day.international love flag mother day . International mon day International Bijoy day সহ কয়েকটি দিবস পালনের দিন তারিখ…
In "বাংলাদেশ"