বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার উপজেলা ফুটবল লীগ সমপন্ন হয়েছে। বিকাল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ফুটবল লীগ এর ফাইনাল খেলায় ধনতলা সবুজ সংঘকে ০৪-০১ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিলরোড় উজ্জ্বল সংঘ ক্লাব। খেলা শেষে ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় পক্ষের খোলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, ফুটবল লীগ এর আহবায়ক বরুন চন্দ্র সরকার, সদস্য সচিব মোঃ হাসিবুল (হাসু) সহ এলাকার ক্রীড়ামোদী ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার উপজেলা ফুটবল লীগ এর চ্যাম্পিয়ন দল উজ্জ্বল সংঘের খোলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।। ছবি-প্রতিনিধি