দেশের সংবাদ রির্পোটার ঃ ব্রাহ্মমবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর নিবাসী নারগিস আক্তারের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে বহু পরিবার। জানা যায় ব্রাহ্মবাড়িয়া সদরের মৃত মোঃ রফিকুল ইসলামের মেয়ে নারগিস আক্তার এলাকায় প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন পরিচয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। নিরীহ লোকজনকে কম খরচে বিদেশ নিবে বলে টাকা পয়সা হাতিয়ে নেয় এবং বিভিন্ন অফিস আদালতে চাকরী দিবে বলেও অনেকের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে। তার এই কাজে সহযোগিতা করছেন তার পরকিয়া প্রেমিক দুবাই প্রবাসী মানিক। মানিকের সাথে অবৈধ গোপন সম্পর্ক রয়েছে বলে এলাকার জনৈক করিম জানান। নারগিস আক্তার তার অপকর্ম চালিয়ে যাওয়ার জন্য সে কখনও সাংবাদিক, কখনও গোয়েন্দা সংস্থার লোক এবং কখনও এডভোকেট হিসেবে নিজেকে দাবী করে। তার বিভিন্ন ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে এলাকার বহু নিরীহ পরিবার। এ ব্যাপারে ভোক্তভোগী মোঃ কাউছার তার প্রতারণার থেকে সহজ সরল নিরীহ মানুষের রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...