রংপুর ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং ক্যা¤পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভালোবাসা দিবসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রক্টও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টা হতে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে প্রবেশের জন্য বলা হয়েছে। ভালোবাসা দিবসে ক্যা¤পাসে বহিরাগত প্রবেশ নিষেধের বিষয়ে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ভালোবাসা দিবসেও ক্যা¤পাসে বহিরাগতের প্রবেশ নিষেধ করা হয়েছে।