ভিসি নিয়োগে ৪৮ ঘন্টার আল্টিমেটাম বেরোবি শিক্ষার্থীদের

বেরোবি প্রতিনিধি;সাজ্জাদুর রহমান।
দ্রুত ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন  করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার  সকাল ১১ টায় শুরু হওয়া মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা।
তারা, ৪৮ ঘন্টার মধ্যে ভিসি চাই,আবু সাঈদের ক্যাম্পাসে বৈষম্য চলবে না এরকমের  ব্যানার ও ফেস্টুন হাতে  স্লোগান দেন।
এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন
“আবু সাঈদ শহীদ হওয়ার বাংলাদেশ যে বিপ্লবের সূচনা হলো সে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য আমরা কোনো ভাবেই মেনে নিতে পারবোনা।যদি ৪৮ ঘন্টার মধ্যে যদি  মধ্যে ভিসি না পাই তাহলে বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী,কর্মকর্তারা জানান দিবে এর উচিত জবাব।উত্তরের জনপদের বাংলাদেশের  সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়া হবে।আপনারা যদি এ বিশ্ববিদ্যালয়ে ভিসি দিতে কোনো রকম বৈষম্য বা অনিহা দেখান।তার পরিণাম ভালো হবে না।
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,
“যে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছি,দুঃখের সাথে বলতে হয় আমদেরকে বৈষম্যের জন্য দাঁড়াতে হলো।আমরা পড়াশোনা করব দেশও জাতি গঠনে ভূমিকা রাখব।কিনতু জাতি গঠনের জায়গাটি আজ স্হবির হয়ে পড়েছে।আমরা অতি সত্ত্বর একাডেমিক শূন্যতা কাটিয়ে পড়াশোনায় ফিরে যেতে চাই।তাই আমরা জানান দিতে চাই দ্রুত সময়ে শূন্যতা কাটিয়ে ভিসি নিয়োগ দেয়া হোক।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ  নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি স্বৈরাশাসন থেকে মুক্তি পেয়েছে৷ একটি বৈষম্য শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন  করেছিল এবং আন্দোলনকে বেগবান করেছিল। আমরা জানি  যদি একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান না থাকেন প্রশাসনের সাথে যুক্ত সকল ব্যক্তিবর্গ ভুক্তভোগী হন। বিশ্ববিদ্যালয়ের যে মূল লক্ষ্য শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম মূল লক্ষ্য ব্যাহত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে যেভাবে গুরুত্ব দেয়ার কথা ছিল সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। আমাদের দাবি একটাই অল্প সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে।
তাছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক কর্মকর্তা, কর্মচারী তাদের সবার একই কথা,দ্রুত সময়ের মধ্যে ভিসি দিতে হবে।
উল্লেখ যে এ পর্যন্ত  ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে।তাদের একাডেমিক কার্যত্রম ও শুরু হয়ে গেছে।শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে।
Exit mobile version