মোহাম্মাদ সোহেল,টাংগাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও তুহিন আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি ।
বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাগবাড়ি বিবিসি ইটভাটা ম্যানেজার নজরুল ইসলামকে ১০ লাখ, কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির ব্রিক্সকে ২ লাখ টাকা ও পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মিশাল ব্রিক্সকে ১০লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাগবাড়ি বিবিসি ইট ভাটাকে ১০লাখ টাকা, মিশাল ব্রিক্সকে ১০লাখ টাকা কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির ব্রিক্সকে ২লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।