মোহাম্মদ সোহেল, ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয় পরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গ সংগঠন ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেধিতে পুষ্পার্ঘ অর্পণ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল হক আরজু প্রমুখ। পরে এমপি ছোট মনির, গৌরবে দীপ্ত মানব ইতিহাসের দীর্ঘ পথ মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার ইতিহাস ও ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন।
নাহিদ ইসলাম শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়
পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির...