রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে দিনের পর দিন বেড়েই চলেছে আইন অমান্য কারীর সংখ্যা। আসন্ন ইউপি নির্বাচন হওয়ার পর থেকে উপজেলার প্রথম শ্রেণীর পৌরসভা সহ ৭টি ইউনিয়নে প্রায় স্হানে দেখা যায় আইন অমান্য কারীর সংখ্যার চিত্র। আজ (১২ই ডিসেম্বর-২০২১) বিরামপুর পৌরসভা সহ ৭টি ইউনিয়নে পর্ষবেক্ষনে জানা যায়,বিভিন্ন পাড়া মহল্লায় চলছে অবাধে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও সেবনের চিত্র। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের মধ্যে অবস্থান রত মোড়ে দেখা যায় মাদকদ্রব্য সরবরাহের ঘটনা। নেই কোন তোয়াক্কা। এরই সাথে দেখা যায় স্কুল কলেজের ছাত্র মিশে গেছে মাদকদ্রব্য সেবির দলের সাথে। এরই মধ্যে থাকছে গাঁজা,ইয়াবা,ফেন্সিডিল,ও যৌন উত্তেযক সিরাপ। এ বিষয়ে তারা মানছে না কোন রকম শাসন,ফলে নষ্ট হচ্ছে শোভ্য সমাজের শোবা বর্ধন। কে করবে প্রতিহত এই চিত্র। এ বিষয়ে এলাকার জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন,আমাদের প্রতিটি ওয়ার্ডে আছে একজন করে কাউন্সিল ও মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান,মেয়র ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে একজন করে চেয়ারম্যান। কিন্তু কোন প্রকার প্রতিকার হচ্ছে না বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন,থানা প্রশাসনের কথা আর কি বলব তাদের তো নেই কোন প্রকার কার্যক্রম। এর ফলে অবাধে চলছে এমন চিত্র।
তারা আরও বলেন,এরই সাথে চলছে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে জুয়া খেলা যার ফলে পাড়া মহল্লায় বেড়েই চলেছে চুরির ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি গন বলেন,প্রশাসন যদি সঠিক ভাবে এলাকায় আইনের প্রকাশ ঘটাত তবে এত খারাপ চিত্র দেখা যেত না। তারা আরও বলেন যদি আমরা মাদকদ্রব্য ও জুয়া খেলা বিষয়ে কোন রকম খোঁজ খবর থানা পুলিশ কে দেই তবে তারা ঘটনার স্হানে আসতে আসতেই তারা সজাগ হয়ে যায়। আইনের প্রভাব যদি সঠিক ভাবে বাস্তবায়িত হত তবে তারা এমন কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকত। ফলে বেঁচে যাইত সমাজ ও দেশ। এ বিষয়ে তারা আইনের উর্ধ্বোত্বন কৃর্তপক্ষের সূ-দৃষ্ঠি কামনা করেছেন।
পলাশবাড়ীতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত নেতা।
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের ২০ ফেব্রুযারী বৃহস্পতিবার দিনের দুপুর ২ টার...