মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

রাবি প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে  বিক্ষোভ সমাবেশ বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে  মিলিত হোন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানাতে থাকে।
এসময় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন,’ পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্র ভারত। তারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। তারা রাসূলকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। তারা কয়েকবছর ধরে মুসলমানদের উপর নানা ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে।আমরা এখানে সমবেত হয়েছি ঈমানের দাবি নিয়ে। জাতিসংঘে এটা নিয়ে কথা বলেছে। নব্বই শতাংশ মুসলিমের রাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটা স্পষ্ট প্রতিবাদ চাই। আমাদের সর্বোচ্চ প্রতিবাদ হতে পারে ভারতীয় সকল পণ্য বন্ধ করা। তাই আমরা বাংলাদেশ সরকারকে ভারতীয় সকল পণ্য ও টিভি চ্যানেল বন্ধের জোরালো দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন। দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কটের দাবিতে আন্দোলন হচ্ছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত দুই হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Exit mobile version