মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মাটি কাটছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটরের ব্যাটারি খুলে নেওয়াসহ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মহাসড়কের ধুমঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সীতাকু- উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহানের তত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
সড়ক ও জনপথ বিভাগের সীতাকু- উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করে দিচ্ছিল। সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্তব্যরত কর্মচারীরা বাঁধা দিলে তাদের বাঁধা উপেক্ষা করে মাটি কাটা অব্যাহত রাখে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরের ব্যাটারি এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে ১ শত ৪০ ফিট জায়গা মহাসড়কের। এসব জায়গা কাউকে লীজ দেওয়ার কোন সুযোগ নেই। মৌখিক বা লিখিত কোন জমি সড়ক ও জনপথ বিভাগ কাউকে লীজ দেয় না।
সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে
রাষ্ট্রের সংস্কারে কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি...