মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে পৌর এলাকায় অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম খোকন। এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকোশলী সমর মজুমদার, উপ-সহকারী প্রকোশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী আবদুল হক চৌধুরী।
মেয়র রেজাউল করিম খোকন বলেন, প্রতি বছরের ন্যায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু মশা নিধনের জন্য ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মশক নিধন কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে পরিচালনা করা হবে। ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন বারইয়ারহাট পৌরসভা গড়তে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।