মিরসরাইয়ে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর এলাকার বারোমাসি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে চলাচলের সময় বারোমাসি খালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও মুখে দাঁড়ি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে কেউ খুন করে ফেলে গেছে নাকি এখনো কেউ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, ‘আমার ইউনিয়নের বারোমাসি খালে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন আমাকে জানালে আমি পুলিশকে বিষয়টি অবহিত করেছি।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্যাহ আল হারুন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছি। তবে পরিচয় শনাক্ত করা যায়নি। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। সুরতহাল করলে কিছুটা বুঝা যেতে পারে।

Exit mobile version