মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মুহুরী প্রজেক্ট ফুটবল প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের
ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে
বঙ্গবন্ধু পরিষদ মুহুরী প্রজেক্টের আয়োজনে এবং ওচমানপুর ইউনিয়নের ৭
ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সার্বিক
সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল
আবছার।
খেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোবারক হোসেন পারভেজের
সঞ্চালনায় এবং ওচমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওমর ফারুক মাসুদের সভাপতিত্বে ফাইনাল খেলার
উদ্বোধন করেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মেজবাউল আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়ন
আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি
আবুল হাসেম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
হারুনুর রশিদ রনি, ওসমানপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি
সদস্য মুজিবুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল হাসান
সোহাগ, সাধারণ সম্পাদক মেজবাউল আলম সাত্তার, যুবলীগ নেতা
কাউসার হামিদ, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ
হাসান, অভিনন্দন ক্লাবের আহবায়ক শহিদুল ইসলাম রিপন, সদস্য সচিব
আবু হাসান রাসেল, ফরহাদ হোসেন, মোহাম্মদ ইউনুস, রাজু, সাদ্দাম
হোসেন, ছাত্রলীগ নেতা আরফিন, রিংকু, আরমান, ব্যবসায়ী মাঈন
উদ্দিন সোহেল, নিজাম উদ্দিন, ফরিদ, আলা উদ্দিন প্রমুখ।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল খেলা ট্রাইবেকারে গড়ায়। ফলাফলে ইয়ং স্টার
ফুটবল একাদশ ৪-৩ গোলে আওছাপ এগ্রো মুহুরী প্রজেক্টকে হারিয়ে
বিজয়ী হয়। ওচমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের ৬ টি দল
খেলায় অংশ নেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইয়ং স্টারের শাহাদাত,
সেরা গোলদাতা শিপন স্মৃতি ফুটবল একাদশের সহিম, ম্যান অন দ্য
ফাইনাল বিজয়ী দলের বাপ্পি দাস, ম্যান অব দ্য টুর্ণামেন্ট আওছাপ
এগ্রোর বিটু দাস। মিডিয়া পার্টনার হিসেবে ছিল মিরসরাইয়ের
জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল মিরসরাই ২৪ টিভি।