মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব-৭। এসময়
একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। আটককৃত যুবকের নাম
শওকত হোসেন (৩৯)। আটক শওকত সীতাকুন্ড থানার মধ্যম মাহমুদাবাদ
এলাকার মৃত সোনা মিয়ার পুত্র। সোমবার (২৪ জানুয়ারি) বিষয়টি
নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার (২৩
জানুয়ারি) বিকেল ৪ টায় নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে
সন্ত্রাসী শওকত হোসেনকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ১
টি এলজি এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শওকত চট্টগ্রাম জেলার
বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন
ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট
থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদার দাবিতে স্থাপনা নির্মাণে বাধা, স্থানীয়দের মাঝে ক্ষোভ
মোঃ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরে মোশাররফ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে চাঁদার দাবিতে স্থাপনা নির্মাণে বাধার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী...