মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

মিরসরাইয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময়
একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। আটককৃত যুবকের নাম
শওকত হোসেন (৩৯)। আটক শওকত সীতাকুন্ড থানার মধ্যম মাহমুদাবাদ
এলাকার মৃত সোনা মিয়ার পুত্র। সোমবার (২৪ জানুয়ারি) বিষয়টি
নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার (২৩
জানুয়ারি) বিকেল ৪ টায় নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে
সন্ত্রাসী শওকত হোসেনকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ১
টি এলজি এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শওকত চট্টগ্রাম জেলার
বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন
ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট
থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version