মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বারের সাবেক ইউপি সদস্য
আবুল কাশেম (৬৫) হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মিরসরাই
থানা পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আব্দুল্লাহ আল ফাহাদ (১৯), নজরুল ইসলাম (২৮),
সিরাজুল ইসলাম (৬০) ও মীর হোসেন (২০)। গ্রেফতারকৃতদের বুধবার (২
ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, মামলায় অভিযুক্ত ইউপি সদস্য বেলালের ছেলে আব্দুল্লাহ
আল ফাহাদ, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম নামে ৩ জনকে গ্রেফতার
করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মীর হোসেন নামে আরও
একজনকে গ্রেফতার করা হয়। ইউপি সদস্য হত্যার ঘটনায় ব্যবহৃত চুরিও
উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আবুল
কাশেম হত্যায় তার স্ত্রীর করা মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার হয়েছে।
হত্যার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। মামলার প্রধান আসামিকে
গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, বেলাল পলাতক
রয়েছে। আর তথ্য-প্রমাণ ছাড়া কারো অভিযোগের ভিত্তিতে একজন
জনপ্রতিনিধিকে গ্রেফতার করা যায় না। আমরা সাক্ষী প্রমাণের
ভিত্তিতে কাজ করছি। যার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাওয়া যাবে তাকে
গ্রেফতার করা হবে। এখনো বেলালের বিরুদ্ধে তেমন সাক্ষী, প্রমাণ
মিলেনি।
উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ৬ দিন পর মঙ্গলবার ভোরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করেন সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৬ বারের
সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৬৫)। এ ঘটনায় সোমবার (৩১
জানুয়ারি) রাতে নিহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে
স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামি
করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে
মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।