জীবন আচার্য্য
যশোর প্রতিনিধি –
যশোর ক্যান্টনমেন্ট কলেজে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।কলেজ অধ্যক্ষ কর্নেল নুসরাত নুর আল চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন , জিওসির সহধর্মিনী খাদিজা হক চৌধুরী, কলেজ অধ্যক্ষ কর্নেল নুসরাত নুর আল চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল এনডিসি পিএসসি টিই কমান্ড্যান্ট যশোর সেনানিবাস এবিএম হুমায়ুন কবীর এবং বিগ্রেডিয়ার জেনারেল এহসানুল হক। এদিন কলেজ প্রাঙ্গণে অায়োজিত বৈশাখী মেলা ঘুরে দেখা যায়,মেলার স্টলে পান্তা ইলিশ, বাতাসা, কদমা, পিঠাপুলি, আচার, পান সুপারি, তাঁতের শাড়ি, গামছা, থ্রিপিস, নকশীকাঁথা, মাটির গয়না, খেলনা, ব্যাগ রয়েছে থরে থরে সাজানো। আরও রয়েছে হাওয়াই মিঠাই, বাঁশ ও বেতের ঝুড়ি, মোড়া, চেয়ার, ঘুনি, ঠুসি, নাগরদোলা। রয়েছে হারিয়ে যাওয়া পুতুল নাচ ও বায়োস্কোপ। যা বাঙালিকে নস্টালজিক করে তোলে। নান্দনিক মঞ্চসজ্জা, ফুল দিয়ে সাজানো ঐতিহ্যবাহী বাহন রিকশা-যা মেলায় আসা সকলের নজর কাড়ে। শ’শ’ মানুষ সুশৃঙ্খলভাবে মেলার স্টল পরিদর্শন করছে। এ যেন শতভাগ বাঙালিয়ানায় আচ্ছাদিত এক কর্মযজ্ঞ। শনিবার এই বণাঢ্য আয়োজনে উপস্থিত হয়ে প্রধান অতিথি কলেজের অডিটোরিয়াম, অভিভাবক শেড, প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক, মাতৃছায়া ডে-কেয়ার সেন্টার, ২৫ হাজার বর্গফুট রাস্তা, বিএনসিসি ও রোভার রুম, জিমনেসিয়াম, পার্কিং শেড, পুকুরের ঘাট ও পাড় বাঁধানো, ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার কাজ এবং বৈশাখি মেলার উদ্বোধন করে। এসময় তিনি প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক অধ্যাপক ডক্টর কাজী ইকবালুর রশিদ, তবিবর রহমান, সাদিয়া হোসেন, সৈয়দ রেশমা পারভীন, আব্দুল হামিদ, এসএম তাজউদ্দিনসহ অন্যান্য শিক্ষক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি।
Post Views: 141
Like this:
Like Loading...
Related