রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের সচেতন মানুষ যখন প্রিপেইড মিটার স্থাপন করা বন্ধসহ সংশ্লিষ্ট প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন করছেন। এমন পরিস্থিতির মধ্যে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (নেসকো) প্রিপেইড মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর ছবিসহ মুজিববর্ষের লোগো ব্যবহার করায় অংশগ্রহণকারীদের প্রতিবাদে মতবিনিময় সভা পন্ড হয়েছে। আজ ১৩ জানুয়ারি সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নেসকো। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন। এরপর রংপুর ও রাজশাহী বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইদুল মুরসালিন। প্রেজেন্টেশন শুরুতেই স্ক্রিনে ভেসে উঠে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত মুজিব শতবর্ষের লোগো, যা চোখে পড়া মাত্রই প্রতিবাদমুখর হয়ে উঠে অংশগ্রহণকারীগণ। এসময় উপস্থিত জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর মহানগর নাগরিক কমিটি, বিদ্যুৎ গ্রাহক স্বার্থ সুরক্ষা কমিটি, সাধারণ গ্রাহকসহ অংশগ্রহণকারী অংশীজনরা তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন বন্ধের কথা তুলে এ ঘটনাকে পরিকল্পিতভাবে ফ্যাসিবাদ পুনর্বাসনের নকশা হিসেবে উল্লেখ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, নেসকো প্রিপেইড মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো ব্যবহার করে অন্তর্বর্তীকালিন সরকার ও ২৪ এর গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করেছেন। এটা কোনো ভুল নয় বরং পূর্বপরিকল্পিত। তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী। তারা ফ্যাসিস্ট হাসিনাকে প্রমোট করতে চাচ্ছে। নেসকোর সব ফ্যাসিবাদী কর্মকর্তাকে অপসারণ করতে হবে। বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তদন্ত করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কার করে শাস্তি দিতে হবে। তা না হলে আমরা মাঠে নামতে বাধ্য হবো। জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন বলেন, নেসকো সু-কৌশলে সভায় মুজিববাদ বহালের অপচেষ্টা করেছে। এর সঙ্গে উপস্থাপনকারী নেসকোর প্রধান প্রকৌশলীসহ সবাই জড়িত। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রিপেইড মিটার প্রকল্পটি ফ্যাসিস্ট সরকারের আমলের অর্থ লোপাটের একটি প্রকল্প। এর মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি পাচার করেছে পতিত সরকার। আমরা আন্দোলন করছি ওই মিটার স্থাপন না করার জন্য। তারপরও নেসকো প্রকল্পের নামে অর্থ তছরুপের জন্যই জনগণের দাবি উপেক্ষা করে মিটার স্থাপন করছে। তারা যে ফ্যাসিস্টের অনুসারী সেটা প্রমাণ হলো সভায় মুজিববর্ষের লোগো ব্যবহার করে। নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত। আমি দুঃখ প্রকাশ করছি। কীভাবে এটা হলো তা জানার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পরে নেসকো তদন্ত কমিটি গঠনের কথা জানান। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ থাকবে। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে জনগণের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতেই সভার আয়োজন করে ছিলাম। সভায় তাদের প্রেজেন্টেশনে মুজিবর্ষের লোগো ছিল। এটা একেবারেই অগ্রহণযোগ্য। সকলেই আমরা এটার প্রতিবাদ করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। এছাড়াও প্রিপেইড মিটার কার্যক্রম বন্ধের জন্যও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
রংপুরে নেসকো’র সভায় মুজিববর্ষের লোগো
-
by admin
- Categories: বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Related Content
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি ‘সীতাতলার মেলা শুরু
by admin ১৪/০১/২০২৫
লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা
by admin ১৪/০১/২০২৫
পিএসএল কত পাবেন লিটন-রিশাদ-রানারা?
by admin ১৪/০১/২০২৫