রংপুরে মহান বিজয় দিবস পালিত

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নময় সোনার বাংলা গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুসহ সব বীরমুক্তিযোদ্ধা, শহীদ ও বীরঙ্গনাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে তরুণ সমাজসহ আগামী প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে। গতকাল শনিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশন অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিবি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিশু-কিশোর সংগঠন কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ। ১৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিগণ। পরে মহান বিজয়ে দিবসের শুভেচ্ছা বক্তৃতা শেষে অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশনা উপভোগ করেন তারা। এ সময় পুরো স্টেডিয়ামের গ্যালারিতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল। এর আগে ভোরে সূর্যদেয়ের সঙ্গে সঙ্গে রংপুর নগরীর মর্ডান মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অর্জনে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে মর্ডাণ মোড়ে অর্জন, ডিসির মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল, কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন পু®পস্তবক করেন। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাতে ১২টা ১ মিনিটে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পু®পার্ঘ্য অর্পণ করেন। এছাড়াও রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকাল থেকে বিভিন্ন সংগঠনের পাশাপাশি ছোট-বড় নানান বয়সী মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে যায় বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ্যসহ শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভগুলো। এদিকে সকাল থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনার পাশপাশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে। দুপুর ১২টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়।দিবসটিতে জেলার সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানাসহ বিভিন্ন স্থানে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে রংপুর জেলা প্রশাসন।

Exit mobile version