রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। রংপুরের গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। এসময় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন। বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যা¤প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে। দেশব্যাপী একইভাবে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। বিএনপি হচ্ছে গণমানুষের দল. বন্যার পরবর্তী সময় থেকে আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি।
পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের ৪ কর্মী বহিস্কার!
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার ৪ কর্মীকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার...