রাত তখন প্রায় দশটা বাজে। আকাশে মেঘ ডাকছে, সাথে বৃষ্টি হচ্ছে প্রচুর

রাত তখন প্রায় দশটা বাজে। আকাশে মেঘ ডাকছে, সাথে বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি খাটের উপরে শুইয়ে আছি তখন বউ আমার জন্য এক গ্লাস দুধ আর দুইটা হাঁসের ডিম এনে আমাকে খেতে বলল। আমিও খেয়ে নিলাম। বউ এবার আমার হাত পা টিপতে শুরু করলো। ভাবলাম বউ আমার অনেক কষ্ট করে তাই তাকে বললাম,

— তুমি তো সারাদিন বাসায় কতো কাজ করো এখন তোমার একটু রেস্ট করা দরকার। ঘুমিয়ে পড়ো। আমার ও খুব ঘুম পাচ্ছে।

এই কথা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে বউ আর আমার সাথে কথা বলেনা। বুঝলাম না তার কি হইলো? রাতে তো ঝগড়া হওয়ার মতো কিছুই করলাম না।

দুইদিন বউ আমার সাথে কথা বলে নাই। পরে আবার কথা বলা শুরু করছে। আমি কাজে যাচ্ছিলাম তখন বউ আমার কাছে এসে বলল,

— আজকে রাতে বাসায় আসার সময় মনে করে চকলেট আর স্ট্রবেরি নিয়ে আসবেন ফার্মেসি থেকে।

বউয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বউ এই কথা বলে রান্না ঘরে চলে গেলো। আমি মনে মনে ভাবছি বউটা কাজ করতে করতে কেমন যেনো হয়ে গেলো। কোথায় কি পাওয়া যায় সেটাও জানেনা। যাকগে,

অফিসের কাজ শেষ করে বউয়ের জন্য এক কেজি স্ট্রবেরি আর আর দুইটা কিটকেট চকলেট নিলাম। ভাবলাম বউ যেহেতু কিছু খাইতে চাইলো নিয়ে যাই। তাহলে বউ কিছুটা খুশি হবে তাই এগুলো নিয়ে বাসায় গেলাম। গিয়ে বউকে এগুলো দিতেই সে বেগবুগ ঘুছিয়ে নিতে শুরু করল।

— ও বউ কি হইছে? তুমি যেটা বললে সেটাই তো এনেছি। এখনে রাগ করার কি আছে?

— আমি আর তোর ভাত খাবোনা।

এই কথা বলে বউ চলে গেলো। আমি বুঝতে পারছিনা আমি কি করলাম ভাই? নাকি স্ট্রবেরি আর চকলেট কম আনাতে রাগ করছে?

বউকে একটা মেসেজ দিলাম,

বউ সরি আমার ভুল হইছে। আমি বুঝতে পারিনি। প্লিজ বাড়িতে আসো এবার তোমার জন্য স্ট্রবেরি ৫ কেজি এনে দেবো আর চকলেট ও বেশি করে আনবো।

বউ আমার এই মেসেজ দেখে আমাকে ব্লক মেরে দিয়ে পরের দিন আমার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?

কারো কারো জীবনে এরকমই ঘটে

Exit mobile version