লক্ষ্মীপুরে ঋণ গ্রহিতাকে নির্যাতনের অভিযোগ আম্বালা ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা

ছবি- আম্বালা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আরিফ শিকদার
মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ঋণের টাকা আদায়ের জন্য এক ঋণ গ্রহিতাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ‘আম্বালা ফাউন্ডেশন নামের এক এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে।
গত ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের আনু মিয়ার বাড়ির সামনের রাস্তায়  এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ঋণ গ্রহীতাকে উদ্ধার চিকিৎসার জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
প্রতিকার চেয়ে নির্যাতনের শিকার ঋণ গ্রহীতা গৃহবধূ জান্নাতুল ফেরদৌস বাদি হয়ে আম্বালা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আরিফ শিকদার,বেল্লাল হোসেন,সিরাজুল ইসলাম, পাবেল রানা সহ ৪ জনকে এজহারে উল্লেক করে  অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে লক্ষ্মীপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
জান্নাতুল ফেরদৌস লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের মজিব বেপারী বাড়ির ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন আরজুর স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌসের স্বামী আশ্রাফ উদ্দিন আরজু এক জন মৎস্য খামারি। ব্যবসার বৃদ্ধি করার উদ্দেশ্যে আম্বালা ফাউন্ডেশন থেকে ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে তা যথা সময়ে পরিশোধ করেন। এবং পুনরায় আম্বালা ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ টাকা ঋণ নেন। চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর মাসের ভয়াবহ বণ্যায় আরজুর মাছের ঘেরের প্রায় ২০ লক্ষ টাকার মাছে বেসে যায়।
এতে ঋণের টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়াতে আম্বালা ফাউন্ডেশন এর কর্মকর্তারা নানাভাবে চাপ দিতে থাকে এক পর্যায়ে আটক করে জোরপূর্বক ১২ টি খালি চেকের পাতা নেয়। এছাড়াও বহিরাগত লোকজন নিয়ে অশালীন আচরণ,  হুমকি ও বসত বাড়িতে হামলা করে। হুমকি, হামলা এবং চেক উদ্ধারের জন্য আরজু ও জান্নাতুল ফেরদৌস বাদি হয়ে লক্ষ্মীপুর আদালতে একাধিক মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য গত ২৮ নভেম্বর বিকেল ফের হামলা চালায় আসামীরা।
ঋণ গ্রহীতা জান্নাতুল ফেরদৌস ও তার স্বামী আরজু বলেন, লক্ষ্মীপুর বন্যায় ঋণের কিস্তি পরিশোধ করতে দেরি হওয়ায় আসামীরা  ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি ঘরে হামলা করে আমার স্ত্রীকে বেদরক মারধর করে গুরুতর আহত করে  তাই সুবিচার পেতে আদালতের দারাস্ত হয়।
এই ব্যাপারে কয়েকবার মোবাই ফোনে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
Exit mobile version