লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযান, কোটি টাকার সরকারি জমি উদ্ধার

লক্ষ্মীপুর সদরের জকসিন বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি এক কোটি ১০ লাখ টাকা মূল্যের (১৫.৬৪ শতাংশ) জমিতে থাকা ২৮টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও রামগতি উপজেলার ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার দালাল বাজার এলাকায় উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ১৭ কোটি ২৭ লাখ টাকা মূল্যের (প্রায় ১ একর ৯০ শতাংশ) জমি থেকে অবৈধ স্থাপনা উদ্ধার করা হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে জকসিন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশের জন্য হুমকিস্বরূপ ভাটাগুলোর দুটি চুল্লি বিনষ্ট করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাকিব ব্রিকস নামে এক ইটভাটাকে এক লাখ এবং মিরাজ এন্ড আসিফ নামে অপর ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Exit mobile version