বহুল প্রচলতি একটি প্রবাদ রয়েছে— ‘উপরওয়ালা যাকে দেয় ছাপ্পড় মাইরা দেয়!’ ঠিক তেমনটাই হয়েছে আমেরিকার এক যুবকের। ‘উপরওয়ালা’র জোরেই কেরামতি করে দেখালেন সেই যুবক। সাধারণ থেকে হয়ে গেলেন অসাধারণ! মাত্র কয়েক মিনিটের মধ্যে পেয়ে গেলেন কয়েক হাজার কোটি টাকা। একেই বোধহয় বলে কপাল!
লটারি তো অনেকেই কাটেন। কিন্তু ক’জনের মুখেই আর হাসি ফোটে! ভাগ্যের এহেন খেলায় যারা জেতেন, তারাই তো হয়ে ওঠেন ‘বাজিগর’। আমেরিকার যুবক এডউইন ক্যাস্ত্রোও সেই তাদেরই একজন হয়ে উঠেছেন। লটারির টিকিট কিনেছিলেন। আর সেই লটারির জোরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ক্যাস্ত্রোর। পেয়ে গিয়েছেন জ্যাকপট। গত নভেম্বরে লটারিতে বাজিমাত করেছেন ওই যুবক। জ্যাকপটের অঙ্কটা জানলে চমকে উঠতে হয়! তাবড় তাবড় ধনী ব্যক্তিদের টক্কর দিয়েছেন এ যুবক। সম্পদের মোট অর্থের নিরিখে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটাকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি।
ভারতের শিল্পপতি রতন টাটার মোট ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক প্রায় ৪ হাজার কোটি টাকা। আর ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ ৪ হাজার কোটি টাকারও বেশি। টাকার পরিমাণের জন্য ক্যাস্ত্রোকে ঘিরে হইচই শুরু হয়ে গিয়েছে। ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ ২০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক প্রায় ২০ হাজার কোটি টাকার কাছাকাছি। এ বিপুল অঙ্কের টাকাই জিতেছেন ও যুবক। তবে লটারির পুরস্কারমূল্যের পুরো টাকাটা হাতে পাননি ক্যাস্ত্রো। কর এবং অন্যান্য ক্ষেত্রে কাটছাঁট করে তার হাতে এসেছে ৯৯ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার কোটি টাকার কাছাকাছি। ভাবা যায়! একসঙ্গে এত টাকা! স্বাভাবিকভাবেই হকচকিয়ে গিয়েছিলেন ওই যুবক। লটারি জয়ের উত্তেজনা সামলে এ টাকা কী ভাবে খরচ করবেন, সে নিয়ে পরিকল্পনাও করেছেন তিনি।
জ্যাকপট মেলার পর ৩০ বছর বয়সি ওই যুবক একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সেই বাড়িটির দাম শুনলেও চমকে যাবেন। যে এলাকায় নতুন বাড়ি কিনেছেন ক্যাস্ত্রো, সেটি অভিজাত এলাকা। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলস এলাকায় বাড়ি কিনেছেন তিনি। হলিউডের বেশিরভাগ তারকার বাড়ি ওই এলাকাতেই রয়েছে। ওই বিলাসবহুল বাড়িটির দাম ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক পৌণে তিনশ কোটি টাকার কাছাকাছি। তবে কিছুটা ছাড়ে বাড়িটি কিনেছেন ক্যাস্ত্রো।
শোনা গেছে, ৫০ লাখ ডলার ছাড় পেয়েছেন ওই যুবক। ১৩ হাজার ৫৭৮ বর্গফুটের ওই প্রাসাদোপম বাড়িটি এ মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ক্যাস্ত্রোর নতুন বাড়িতে রয়েছে এলাহি বন্দোবস্ত। ওই বিলাসবহুল বাড়িতে রয়েছে জিম, মুভি থিয়েটার, সুইমিং পুল। রয়েছে বিশাল বড় গ্যারাজ। যেখানে একসঙ্গে কমপক্ষে ৭টি গাড়ি রাখা যেতে পারে। লটারি কেটে রাতারাতি অনেকেই কোটিপতি হয়েছেন। লটারি জয়ের এমন অনেক ঘটনাই প্রকাশ্যে আসে। তবে ক্যাস্ত্রোর মতো বোধ হয় এমন জ্যাকপট জেতার খবর সচরাচর পাওয়া যায় না। আর সে কারণেই বাড়তি নজর কেড়েছেন আমেরিকার এ যুবক। আনন্দবাজার।