সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:নদীর ভাঙনরোধে বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর কিছুকিছু অংশে জিওব্যাগ স্থাপন করেছে বান্দরবান পানি উন্নয়ন বোর্ড(বাপাউবো)।১কোটি ৮লক্ষ টাকা ব্যায়ে নদীর রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় ৪০০ মিটার ও পৌরসভার শিলেরতুয়া অংশে ২০০ মিটার ২৫০ কেজি ওজনের জিওব্যাগ স্থাপিত হয়।এরফলে মসজিদ,কবরাস্থান,বাজার,অসংখ্য ঘরবাড়ি,ফসলি জমিসহ রক্ষা পাবে দুই এলাকার ১২শ পরিবার।
জানা যায়, দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে ফসলি জমি, রাস্তা ঘাট,বসত বাড়ি ভেঙে গত বর্ষায় ইব্রাহীম লিডার পাড়া জামে মসজিদ,কবস্থান ভাঙার উপক্রম দেখা দিলে এ নিয়ে এলাকায় বেশ হৈচৈ উঠে।এলাকাবাসীরা অভিযোগের তীর ছোটে জনপ্রতিনিধিদের দিকে।মসজিদ রক্ষার্থে এলাকার লোকজন টাকা পয়সা সংগ্রহ করতে শুরু করে। খবরটি শুনে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং তড়িৎ পদক্ষেপ নিতে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন।নির্দেশনা পেয়ে লামা মাতামুহুরী নদীর রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৪০০ মিটার ও পৌরসভার শিলেরতুয়া এলাকায় ৩৮লক্ষ টাকা ব্যয়ে ২০০মিটার ২৫০ কেজি ওজনের জিওব্যাগ স্থাপন প্রকল্প হাতে নেন পানি উন্নয়ন বোর্ড।প্রকল্পে নিযুক্ত ঠিকাদার মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজের মালিক ওয়াকগা মার্মা গত বছরের মাঝামাঝি কাজ শুরু করে বছরের শেষের দিকে কাজটি সমাপ্ত করেন।এ কাজের ফলে ইব্রাহীম লীডারপাড়া জামে মসজিদ,কবরস্থান অংলাপাড়া বাজার,ব্রীজ,অসংখ্য ঘরবাড়ি,ফসলি জমিসহ রক্ষা পাবে দুই এলাকার ১২শ পরিবার।কাজের সমাপ্তকরণ দেখে উচ্ছ্বাসিত এলাকাবাসী।
সম্প্রতি কাজটি পরিদর্শন করেন বান্দরবান পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,পৌর মেয়র মো. জহিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী শাহাদাত রহমান জানান, কাজটি সুন্দর এবং গুনগত মান ভাল হয়েছে।
ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, নদীর পাড় ভাঙন দীর্ঘদিনের সমস্যা। তবে গত বর্ষায় মসজিদ ও কবরস্থান ভাঙার উপক্রমে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর তড়িৎ পদক্ষেপে আমরা মসজিদ ও কবরাস্থান রক্ষা করতে পেরেছি। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে। একই সঙ্গে সুপারিশ পেশ...