লালমনিরহাটে পারিবারিক পুষ্টিবাগানে সবজির চাহিদা পূরণ হচ্ছে

রংপুর বিভাগীয় প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক পুষ্টিবাগান মাধ্যমে মানুষের সবজির চাহিদা পূরণ হচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রকল্পের আওয়তায় প্রতি ইউনিয়নে একশতটি পারিবারিক সবজি পুষ্টি বাগান করা হবে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রকল্পের আওয়তায় একজন কৃষক তিন মৌসুমের জন্য বছর ব্যাপী ২১ ধরনের সবজি বীজ, বেড়ানেট,ঝাঁজরি, ৬টি ফলের চারা ও জৈব সার পাবে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মিলে ৪৬৩ টি পারিবারিক সবজি পুষ্টিবাগান করা হয়েছে। বসতবাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে গাজর, লাউ, সিম,কপি, নানা ধরণের শাকসহ বিভিন্ন সবজি চাষ করছে কৃষকগণ। স্থানীয় কৃষি অফিস থেকে বীজ,সার প্রদান করা হচ্ছে চাষীদের। নিয়মিত তদারকি ও পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তাগণ। ফলে পারিবারিক সবজি পুষ্টি বাগান তৈরিতে আগ্রহী হচ্ছে অনেকেই। পারিবারিক সবজি পুষ্টি বাগানে উৎপাদিত এসব সবজি নিজ বাড়িতে থাকায় এখন আর কৃষকদের বাড়তি দাম দিয়ে বাজার থেকে কোন ধরণের সবজি ক্রয় করতে হচ্ছে না। ফলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে সবজি চাষিরা। উপজেলার বুড়িমারী ইউনিয়নের বেলতলী এলাকার কৃষক রহিদুল ইসলাম বলেন, পুষ্টি সবজি বাগান করে অনেক শাক সবজি চাষ করেছি। এখন আর বাজার থেকে কোন শাক সবজি ক্রয় করতে হয় না। এতে অনেক উপকার হয়েছে। এদিকে এসব পুষ্টিবাগানের উৎপাদিত টাটকা আর বিষমুক্ত সবজি নিজের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদের মাঝেও বিতরণ করছে অনেকে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফফার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। ঘোষণা বাস্তবায়নে কৃষি বিভাগ অনাবাদি প্রতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের উদ্বুদ্ধকরণ করে যাচ্ছে।

Exit mobile version