দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থী নির্বাচনের এই প্রক্রিয়া উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
লটারির ফলাফল পাওয়া যাচ্ছে https://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে। এছাড়া মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে চাইলে টেলিটক নম্বর থেকে GSA<Space>RESULT<Space>USER ID লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৫ নভেম্বর অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। উক্ত প্রক্রিয়ায় দেশব্যাপী সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মোট ৮০ হাজার ৯১টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়। ওই শূন্য আসনের বিপরীতে পাঁচ লাখ ৩৮ হাজার ৬৬টি আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদন থেকে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
প্রসঙ্গত, লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি স্কুল ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়েছে।