রংপুর বিভাগীয় প্রতিনিধি: সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণে তুমি ছিলে তাই…, শিরোনামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহ¯পতিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আবু জাফর সাবু গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ছিলেন। তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক-বইয়ে শোকানুভুতি প্রকাশ, স্বাগত বক্তব্য, নীরবতা পালন, জীবনী পাঠ, পুস্তক প্রদর্শনী, দোয়া মাহফিলের আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব। প্রয়াত আবু জাফর সাবুর প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি এবং সুরবাণী সংসদের সহযোগিতায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-শেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় আবু জাফর সাবুর সহধর্মিণী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় আবু জাফর সাবুর অসামান্য অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, ব্যক্তি মানুষ হিসেবেও তিনি অসংখ্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবু জাফর সাবুর কর্মময় জীবন দীর্ঘকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি কে.এম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক রজতকান্তি বর্মন। স্মৃতিচারণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাজহাউল মান্নান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম, বিএনপির জেলা সাধারণ স¤পাদক মাহামুদুন্নবী টিটুল, ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক প্রমতোষ সাহা, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি মো. সদরুল আমিন সোয়েব, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ স¤পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, কুদ্দুস আলম, নাট্যকর্মী মোহাম্মদ আমিন, শাহ আলম বাবলু, সাংবাদিক মো. খালেদ হোসেন, শফিউল ইসলাম, আফতাব হোসেন, সৈয়দ রোকনুজ্জামান রোকন, নেয়ামুল ইসলাম পামেল, আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, জাভেদ হোসেন, কায়সার রহমান রোমেল, হেদায়েতুল ইসলাম বাবু, শাহজাহান সিরাজ, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, আবু জাফর সাবুর সহধর্মিণী সুফিয়া খাতুন শেফা প্রমুখ। শিরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত আবু জাফর সাবুর যুক্তরাজ্য প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অশ্রুসজল কণ্ঠে বলেন, বাবা মানুষকে ভালোবাসতেন। গাইবান্ধা প্রেসক্লাব ছিল তার জীবনের অংশ। তিনি সবসময় সাংবাদিকতার সাথে যুক্ত মানুষদের সুখ-দুঃখের খবর রাখতেন। তিনি বলেন, তারপরও যদি তিনি কারও মনে আঘাত দিয়ে থাকেন সেটি আপনারা ভুলে যাবেন। সবশেষে আবু জাফর সাবুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণে তুমি ছিলে তাই…,
-
by admin
- Categories: বিশেষ সংবাদ, সাংবাদিক/মিডিয়া
Related Content
পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান
by admin ২০/০১/২০২৫
ঘোড়াঘাটে পতিত জমিতে কমলার বাগান, প্রথমবারেই সফল বদরুল
by admin ২০/০১/২০২৫
হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
by admin ২০/০১/২০২৫
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
by admin ২০/০১/২০২৫
রামগঞ্জে নিখোঁজের চার দিন পর খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
by admin ২০/০১/২০২৫