সাতক্ষীরা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মশাল মিছিল করেছে যুবলীগ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা বাইপাস সড়কে মশাল মিছিল করে তারা। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান।
এর একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে মিজানুর রহমান মিজানের নেতৃত্বে যুবলীগের গুটি কয়েক নেতাকর্মীকে ড. ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, সাতক্ষীরাতে এমন মিছিল হয়েছে কি না আমাদের জানা নেই। তবে হয়তো অন্য জায়গায় হয়েছে। আর সেটা সাতক্ষীরার ব্যানারে চালিয়ে দেওয়া হয়েছে।
মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শিবিরের মিছিল থেকে হামলায় ছাত্রলীগ নেতা আনিছুর রহমান রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস খান আহত হয়েছে। এসময় স্থানীয়রা হামলাকারীদের একজন আসিবুল হাসানকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। সে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নুর ইসলামের পুত্র। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার…
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রুতির দাবিতে পটুয়াখালীর দুমকিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা শহরের সৃজনী স্কুল এন্ড কলেজ গেট থেকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়…