সাপাহারে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০১ জানু:২০২৫) বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মুক্ত মঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নুর, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র যুগ্ন সম্পাদক মোখলেসুর রহমান (মুকুল), সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইমাম হোসেন (রিফাত), সদস্য সচিব হাসান আলী, ছাত্র নেতা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Exit mobile version