বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার হয়ে সিলেট বিভাগের মানুষরা আজ পানি বন্দি। কিছুদিন আগের বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতে ফের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের সর্বত্র মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। মানুষরা আজ বহুকষ্টে দিনাতিপাত করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের অভাবে মানুষ সীমাহীন কষ্ট করছে। সবচেয়ে বেশি কষ্টের শিকার এই অঞ্চলের শ্রমজীবী মানুষরা। যারা দিন এনে দিন খায় এবং যাদের কোন সঞ্চিত অর্থ সম্পদ নেই। এই সকল শ্রমজীবী মানুষরা পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ কষ্ট ভোগ করছে।
তিনি আজ সিলেটের সাদারপাড় এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ, সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, উত্তর জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সিলেট উত্তর জেলা সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, উত্তর জেলা সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন প্রমুখ।
এডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষরা সমাজে সবচেয়ে অবহেলিত। তাদের কোন অর্থ সম্পদ নেই। এই দুর্যোগে সমাজের সামর্থ্যবান মানুষদের শ্রমজীবী মানুষের দাঁড়ানো একান্ত দায়িত্ব। সকলের সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগ কবলিত মানুষের মুখে হাসি ফোটাতে। তাই আসুন আমরা সকলে মিলে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।
উল্লেখ্য শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে আজ সিলেট মহানগরের ১০ নং ওয়ার্ডের দোহারগ্রাম, সোবহানীঘাট পয়েন্ট, ২৪ নং ওয়ার্ডের শাদাড়পাড় উপশহরে এবং সিলেট উত্তর জেলার উদ্যোগে জালালাবাদ ইউনিয়নের পালপুর, আলীনগর, নোয়াগাঁও ও হেংলাকান্দি আশ্রয় কেন্দ্র সমূহে ত্রাণ বিতরণ করা হয়।