ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের পরম শ্রদ্ধেয় পিতা জনাব ডা. জামাল আহমদের (৮৬) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, তিনি দীর্ঘ দিন যাবত ডায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সম্মানিত পিতার বিদায়ে আমাদের হৃদয় আজ ব্যথিত। তিনি ছিলেন জাতির সেবক ও ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক। ডাক্তার হিসেবে নিরলসভাবে জাতির খেদমত করে গেছেন। অন্যদিকে সকল পরিস্থিতিতেই ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রতি তার অবস্থান দৃঢ় ছিলেন। জীবনে শেষ মুহুর্ত পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। একইসাথে তিনি ছিলেন একজন সফল পিতা। সন্তানদের তিনি যোগ্য করে গড়ে তুলেছেন যারা নিজ নিজ অঙ্গনে সুপ্রতিষ্ঠিত হয়ে ইসলামী আন্দোলন ও দেশের খেদমতে নিজেদের নিয়োজিত রেখেছেন। ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁর ভালোবাসায় সিক্ত ছিলো। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবকের স্নেহ ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হলো। শ্রদ্ধাভাজন পিতাকে হারিয়ে ছাত্রশিবিরের সকল জনশক্তি আজ শোকাহত। তাঁর দেশ ও ইসলাম প্রেম আমাদের পথ চলায় অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ।
আমরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।