সুন্দরগঞ্জে ড্রেজার মেশিনে বালু উত্তোলন

পানি উন্নয়ন বোর্ডের

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক শ্রেণির অসাধু ড্রেজার মেশিন মালিকগণ স্থানীয় টাউট বাটপার ও কতিপয় সরকারি কর্মকর্তার যোগসাজসে বেপরোয়াভাবে আইন অমান্য করে তিস্তা নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করছে। উপজেলার হরিপুর ইউনিয়নের নির্মাণধীন তিস্তা পিসি গার্ডার সেতুর উত্তর প্রান্তে সেতু পয়েন্টের একশত ফিট পশ্চিম পার্শে দুটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ফলে নির্মাণধীন সেতু হুমকির মুখে পড়তে পারে। বিউটি বেগম বলেন বালু উত্তোলনে নিষেধ করলে বালু উত্তোলনকারীরা অকথ্য ভাষায় গালি-গালাজ ও মামলা করার হুমকি দেয়। এছাড়াও হরিপুর ঘাট থেকে শুরু করে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী পর্যন্ত নদী শাসন ও ওয়াপদা বাঁধের উন্নয়ন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ডজন খানেক ড্রেজার মেশিন বসিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে ওয়াপদা বাঁধে ফেলা হচ্ছে। নদী পারে বসবাসকারি অনেকেই বলেন এভাবে চলতে থাকলে আগামি বর্ষা মৌসুমে ব্যাপক নদী ভাঙ্গনের সৃষ্টি হয়ে বসত বাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলিন হতে পারে। এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান বলেন কৃষি জমি নষ্ট না করে নদী থেকে বালু উত্তোলনের নির্দেশনা আছে।

 

Exit mobile version