গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানঘর ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ্ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের আব্দুল জলিলের স্ত্রী বিউটি পারভিন ৪৭ শতাংশ পৈত্রিক জমির উপর দোকানঘর করে দীর্ঘ দিন ধরে ব্যাবসা করে আসছেন। একই গ্রামের মৃত্যু এবারত উল্লার পুত্র ইসমাইল হোসেন ও তার লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে গত ২০২১ সালের ৩০ ডিসেম্বর দুপুরের দিকে বিউটি পারভিনের দোকান ঘরগুলো ভাংচুর করে চার দিকে টিনের দিয়ে ঘিরে দখল করে নেয়। বাধাঁ দিলে ইসমাইল হোসেনের লোকজন বিউটি পারভিনকে প্রাননাশের হুমকি দিলে জীবনের ভয়ে পালিয়ে যান তিনি। এ সময় ইসমাইল হোসেনের ও তার লোকজন দোকানপাট ভাংচুর করে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় বিউটি পারভিন সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত মামলাটি রেকর্ড ভূক্ত হয় নাই। ফলে চরম হতাশায় ভূগছেন বিউটি পারভিনের পরিবার। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ বলেন তদন্ত রিপোর্টের ভিত্তিতে মামলাটি রেকর্ডভূক্ত করা হবে।
ডোমারে ইটভাটা মালিকদের ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ইটভাটা মালিকদের ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু...