সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা

প্রেসক্লাবের ২০২২-২৩ সালের নবনির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি :- সোনাগাজী প্রেসক্লাবের ২০২২-২৩ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা ১লা জুলাই (শুক্রবার) বিকেলে সোনাগাজী পৌর শহরের নিউ ফুড গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহিরুল হক খাঁন সজীব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহ শহীদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ। বিদায়ী সভাপতি মোঃ ওবায়দুল হক, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সাবেক সহসভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – দাগনভুঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এম শরীফ ভুঞা, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. শুকলাল দেবনাথ, শাহাপুর মুনস্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, আমরা গর্বিত ফেনীর সন্তান’র এডমিন ও ব্লাড ডোনার মিনহাজ উদ্দিন, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম মহব্বত, সদস্য ডা. মোঃ কামাল উদ্দিন, মোশাররফ হোসাইন, কমরেড আবু তাহের, ফারাহ মোঃ ফুয়াদ প্রমূখ। উল্লেখ্য যে, গত ১৭ই জুন সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সদস্যদের প্রতক্ষ ভোটে দৈনিক নবচেতনা সোনাগাজী প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীব সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সমসাময়িক’র বার্তা সম্পাদক মোঃ শহীদুল ইসলাম (শাহ শহীদ) নির্বাচিত হয়।

Exit mobile version