স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউপির ভাটিপাড়া এলাকার লাট মিয়া(৭৫) নামে ঝালমুড়ি বিক্রির সফলতা অর্জন করেছে। রোববার সকাল ১০ টায় পাঁচ পীরের দরগাহ প্রাইমারি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রেতা লাট মিয়া শিশু বাচ্চাদের নিকট ঝালমুড়ি বিক্রি করলে তিনি আবেগময় কন্ঠে আইয়ুব খানের আমল থেকে গ্রাম গঞ্জের অলিগলিতে শিক্ষা প্রতিষ্ঠানে পায়ে হেঁটে হেঁটে ৬০ বছরের ঝালমুড়ি বিক্রির জীবনে প্রতিদিন ৭/৮ শত টাকা আয়ের সফলতায় স্বাবলম্বী হয়েছে লাটমিয়ার পরিবার।
উপজেলার মোগরাপাড়া ইউপির ভাটিপাড়া গ্রামের মৃত প্রবালীর ছেলে মোঃ লাট মিয়া গতকাল রোববার সকাল ১০ টার দিকে পাঁচপীরের দরগাহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৈনিক বিজয়ের সাক্ষাৎকারে বলেন, আমি গরিব ঘরের গরিব বাবার সন্তান। শৈশব কাল থেকে পরিবারের অভাব অনটনের মধ্যে আমার জীবন চলে। সেই ১৯৬২ সালের আইয়ুব খানের আমলে সামান্য পুজিতে আমি গ্রামগঞ্জের বাজার-ঘাটে অলি- গলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জীবিকা নির্বাহ করার জন্য ঝালমুড়ি বিক্রির ব্যবসা করে করে সংসারের হাল ধরি। প্রাপ্তবয়স হওয়ার পর আমি সাংসারিক জীবনে আসি। যুগ যুগ ধরে ঝালমুড়ি ব্যবসার জীবনে আমার একপুত্র ৫ কন্যা সন্তানকে যতটুক পেরেছি মসজিদের মক্তবে, স্কুলে লেখাপড়া করাইয়াছি। প্রশ্নের জবাবে তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমার ঝালমুড়ি বিক্রির আয় দিয়ে সংসার চালিয়ে ৫ কন্যাকে বিয়ে দেই। বর্তমানে আমার ছেলেটা ছোট্ট একটা চাকরি করেন। তিনি আরো বলেন,আমার মাত্র ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে অল্প পুজিতে ঝাল মুড়ি বিক্রিতে আমি এখন স্বাবলম্বী। আমার জীবন শুরু থেকে ৬০ বছর কালের আজ অব্দি ঝালমুড়ি ব্যবসাটাকে আঁকড়ে রেখেছি। তবে আগের তুলনায় ঝালমুড়ি বেচাকিনি একটু কম হলেও দৈনন্দিন জীবনে মোটামুটি ৭ থেকে ৮ শত টাকা রোজগার করতে পারি এতে আমার সংসার চলে যায়।
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । ...