হায় ললিতা, তোমার যৌবনে
আজীবন কি বসন্ত থাকবে ?
এমন করে ভালোবাসা,
দেহ দিয়ে দেহ কেনা।
পানসে ঠোঁটের লাল রং
শরীরের এই আলগা ঢং
সবকিছুই বাষ্প হবে
বর্ষায় ভিজতে তখন কে আর
পথিক হবে ?
নবযৌবনারা নতুনভাবে
যারা তোমার সঙ্গী হবে-
সেই নবীনাই কাড়বে তোমার
ভাগের ভাত।
বলবে, ‘বুড়ি, হতচ্ছাড়ি
বুড়ি হয়েও-
দেহভোগের স্বাদ মেটেনি’।
রূপের মোহে এখন যারা
খোরাক তোমার-
তারাই তখন ফেরাবে চোখ
নবযৌবনের যুবতী পেয়ে।
কাশ্মীরি আঙুর তারাই হবে-
বাসি ফুল হয়ে তুমি লুটাবে পদতলে।
হায় ললিতা, যৌবন যখন ফুরাবে
তখন তোমার কি হবে ?
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...