নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের কাহেনা এশিয়ান হাইওয়ের বালিয়াপাড়া আফরোজা টিস্যু এন্ড পেপার মিলে নির্মাণাধীন কাজে বাধা দিয়ে ১০লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে পাকুন্ধা গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার ছেলে সন্ত্রাসী মকবুল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে।
এ সময় শ্রমিক নবির হোসেন,নাজমুল, মনির জানান আমরা এই পেপার মিলের মিনাল শ্রমিক বাউন্ডারির কাজ করতেছি তখন দেখি মুকবুলের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী এসে অতর্কিতভাবে আমাদেরকে কাট, লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং নির্মাণ সামগ্রী ইটের খোয়া, রট, পাইপ ফেলেদেন মকবুল ও তার বাহিনী, এ বিষয়ে বেঙ্গল টিস্যুর ষ্টোর অফিসার শফিকুল ইসলাম জানান আমরা অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেলকে বিষয়টি অবগত করেছি তারা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিবে বলে জানিয়েছে এবং আমরা একটি লিখিত অভিযোগের প্রস্তুতি গ্রহণ করছি।