৫ বছর বেতন না পেয়ে হতাশায় আত্মহত্যা করেছেন ভারতের,, দক্ষিণাঞ্চ,লীয় রাজ্য তামিল,নাড়ুর এক সাংবাদিক। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) অফিসের নিউজরুমেই আত্মহত্যা করেন তিনি।খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী ওই সাংবাদিকের নাম টি কুমার। বেতনের অভাবে আত্মহত্যা করা এই
সাংবাদিক ভা
রতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডি,য়ায় (ইউ,এনআই) ফটো জার্নালিস্ট এবং ইউএনআই’র তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার স,ন্ধ্যায় অফিসের নিউজরুমে আত্মহত্যা করেন টি কুমার এবং পরদিন তার মরদেহ উদ্ধার করেন সহ,কর্মীরা,,এদিকে টি,, কুমারের এই মৃত্যুতে ভারতের সাংবাদি,কতা ও সার্বিক ব্যবস্থপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ব,নাথ আরও বলেন, ‘টি কুমার অন্য কোথাও না, চেন্না,ইতে অবস্থিত ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার তামি,,লনাড়ু অফিসের সেন্ট্রাল হলে আত্মহত্যা করেছেন। তার পুরো জীবনটা
যে ইউএন,আই ধ্বংস, এটি তিনি,, অনুভব করে,ছিলে,ন এবং এ,,খানে আত্মহত্যা করা সেটিরই ইঙ্গিত।’তিনি বলেন, আমরা একজন চমৎকার সাংবাদিক ও খুবই ভালো একজন মানুষকে হারালাম।সূত্র:Rtv