কুষ্টিয়ায় এবার এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন।
পরে একটি এক্সক্যাভেটর নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর পরপরই কুষ্টিয়া শহরে মশাল মিছিল বের করেন ছাত্র-জনতা এবং সেøাগান দিতে থাকেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় বাড়ির সামনে অনেকে ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ভাঙচুর করা হয়েছিল।
পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের কুষ্টিয়া জেলার কদমতলায় অবস্থিত বাড়ি ভাঙচুর চলে।
শেষ খরব পাওয়া পর্যন্ত তারা মশাল মিছিলসহ মূল শহরের দিকে চলে যায়।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...