বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌকিদার আবু ছিদ্দিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী কক্সবাজারের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ (সি.পি-৪০/২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ) মামলাটি দায়ের করেন তার ২য় স্ত্রী রোকেয়া বেগম। ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মামলাটি আমলে নিয়ে উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেছেন।
জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের চৌকিদার আবু ছিদ্দিক স্থানীয় ডেইলপাড়াস্থ আশ্রয়ন কেন্দ্রে (টিনপাড়ার) বাসিন্দা জনৈক আব্দুর রশিদের পূত্র। নিরক্ষর চৌকিদার আবু ছিদ্দিক ইতিপূর্বেও একটি ধর্ষণ (নারী ও নির্যাতন নং-১৫০১/২০১৬) মামলায় দীর্ঘ দিন কারাভোগ করেছিল। তার বিরুদ্ধে নারী কেলেংকারী, মানবপাচার ও সাধারণ মানুষকে হয়রানী করার বহু অভিযোগ রয়েছে। বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মহি উদ্দিন খান জানান, চৌকিদার আবু ছিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রমাণিত হলে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সহ অর্থ দন্ড হতে পারে।
Post Views: 49
Like this:
Like Loading...
Related