রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার কালে কোবরা সাপের ৪শ গ্রাম বিষ এবং একটি মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার আলতানুর রহমান। উক্ত আটককৃত আসামীরা হলেন,বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের মোঃ ইমার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) শিবপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার আলতানুর রহমান এ বিষয়ে বলেন,সোমবার সকালে বিরামপুর সীমান্ত দিয়ে সাপের বিষ ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর বাজারে বিজিবি অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে কোবরা ৪গ্রাম সাপের বিষ ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ রফিকুল ইসলামকে হাতে নাতে আটক করেন বিজিবি। এই রির্পোট লেখা আগ পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
২৯ ব্যাটালিয়নের অধিনায়ক শরীফ উল্লাহ আবেদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ গ্রাম সাপের বিষসহ একজনকে আটক করা হয়েছে। উক্ত উদ্ধারকৃত সাপের বিষের মূল্য বাজার মূল্যে ১কোটি ৬০লক্ষ টাকা ধরা হয়েছে বলে জানা যায়।।
সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে যারা শাস্তি পেয়েছে তারা পাওয়ার যোগ্য
পিলখানা হত্যাকাণ্ডে কোনো সেনা সদস্য জড়িত নয়, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।...