মিরসরাই প্রতিনিধি
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাতের পক্ষ থেকে বারইয়ারহাট পৌরবাজারে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় আহত ১ নং করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিয়ত উল্ল্যাহকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার করেরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম নোমান, সদস্য সচিব এয়াছিন মিজান, মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাতের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মন্টুসহ করেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বলেন, আমরা মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাত পরিবার মিরসরাই উপজেলা বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং যেকোনো পরিস্থিতিতে ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, হামলা, মামলা, জুলুম, নির্যাতন ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা, বিএনপি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে রাজপথে অবস্থান করবে এবং বিজয়ের পতাকা হাতে নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট বারইয়ারহাট পৌরসভার ইসলাম মার্কেটের সামনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িবহরে হামলার শিকার হয় করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিয়ত উল্ল্যাহ। তাকে উন্নত চিকিৎসার জন্য মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
‘বিএনপি আরেকটি ১/১১ চাইছে’ বললেন উপদেষ্টা নাহিদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও...