সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)ঃ শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ পেল লামার কোয়ান্টাম ফাউন্ডেশন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনে মোস্ট ইমপ্যাক্টফুল ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে কোয়ান্টামের পক্ষে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোটিভেশন এম. রেজাউল হাসান।এলক্ষে অনুষ্টানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি ভাষণ দেন।পুরস্কার বিতরণীতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিসহ উপস্থিত ছিলেন রুশ ফেডারেশনের তাতারস্থান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ, আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান এবং যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন।
করোনা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি যারা আর্তমানবতার সেবায় অবদান রেখেছেন, তার স্বীকৃতি দিতে এমন উদ্যোগ নিয়ে ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননার এ আয়োজন করা হয়।
উল্লেথ্য,আত্ম উন্নয়নমূলক কার্যক্রমসহ বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনাকারী কোয়ান্টাম ফাউন্ডেশনের ১৫শ স্বেচ্ছাসেবা কর্মী করোনার সময় ছয় হাজারের বেশি মরদেহের শেষকৃত্যে অংশ নেয়।
সংবাদ প্রেরক
লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক
লক্ষ্মীপুর: ১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল,...