ধর্মপাশা প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দযালপুর গ্রামের সামনের সড়কে বৃহস্পতিবার (১জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বজ্রপাতে কাছাধন মিয়া (৪৫)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের রাজাপুর আদর্শ গ্রামে। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর আদর্শগ্রামের বাসিন্দা কাছাধন মিয়া বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি নিজেদের গরু খোঁজতে নিজ বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে একই ইউনিয়নের দয়ালপুর গ্রামের সামনের সড়কে আসা মাত্রই বজ্রপাতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানে বজ্রপাতে এই মৃত্যু হওয়ার খবরটি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
‘ঈশ্বরগঞ্জের ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়াকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।’ আমরা ঈশ্বরগঞ্জবাসী-ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি আজ (২৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা ঈশ্বরগঞ্জবাসী- ঢাকার উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর...