মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিলে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আয়েশা আক্তার।
ভুক্তভোগী নোয়াখালীর চাটখিল পৌরসভা সুন্দর পুর মৌলভী বাড়ীর মোঃ মনির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।
শনিবার দুপুর ২টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আয়েশা আক্তার।
তিনি জানান গত ১১ই মার্চ সকাল ৯ ঘটিকার সময় আমাদের বাড়ীর এজমালি পুকুরে জাল দিয়ে মাছ ধরায় হয়। মাছ ভাগাভাগি করে নে য়ার সময় নুরুল ইসলা গং দের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল ইসলাম তার ভাই বোন ভাতিজা মেয়ে স্ত্রী একত্রিত হয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমার স্বামী ছেলে সহ আমরা চারজন আহত হই। এই সময় নুরুল ইসলাম আমার গলার এক ভরি ওজনের চেইন, আমাদের তিনটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর বাড়িও আশপাশে লোকজন আমার স্বামী ছেলে আমাকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করায়।
নূরুল ইসলাম গং ঘটনাকে আড়াল করার জন্য সু-কৌশলে আমার স্বামী,ছেলে সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে। আমাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়াতে মিথ্যা সংবাদ পরিবেশন করায় আমি মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই।
আমরা থানায় মামলা করতে গেলে চাটখিল থানা পুলিশ আমার স্বামী ছেলেকে গ্রেফতার করে।
আয়শা আক্তার আরো বলেন আমার স্বামী ছেলেকে আটক করার প্রতিবাদে সোচিৎকার
করে বলতে থাকি আমাদের পক্ষে
আদালতের রায় আছে আমরা জায়গার মালিক আমাদেরকে আহত করে উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করল নুরুল
ইসলাম গং ।
জোর পূর্বক আমাদের পুকুরের মাছ নিয়ে গেছে। সাথে সাথে পুলিশ নুরুল ইসলাম গং এর বিরুদ্ধে মামলা নেয় তাদের একজন গ্রেফতার করে।
এই ঘটনা আমাদের উভয় পক্ষের মামলায় আসামিদের কোর্টে চালান করে। বিজ্ঞ আদালত তাদের আসামিকে জামিন মঞ্জুর করে কিন্তু আমার স্বামী ছেলে কে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
আমি আমার প্রতিপক্ষ সন্ত্রাসী জুলুমবাজ অত্যাচারী জবরদখল কারী নুরুল ইসলাম আমাদের পরিবারের বিরুদ্ধে আনীত মামলাও মিথ্যা সংবাদ পরিবেশন করানোর তীব্র প্রতিবাদ জানাই।