ভূঞাপুরে টিউবওয়েল প্রতিকের বিশাল মিছিল ও পথসভা
(টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ
আসন্ন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃ আরিফুল হক আরজুর নির্বাচনী মিছিল ও
পথসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২ মে) বিকালে টিউবওয়েল প্রতীকের সমর্থকদের একটি বিশাল মিছিল সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইব্রাহিম খা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এসে পথসবার মধ্য দিয়ে শেষ হয়। মোঃ আরিফুল হক আরজুকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও বিআরটিবির চেয়ারম্যান হাসান আলী। তিনি তার বক্তব্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল হক আরজু কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। পথসভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল হক আরজু বলেন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, ভূঞাপুর উপজেলাকে শিক্ষা প্রযুক্তির উন্নয়ন, তারুণ্য নির্ভর, মাদক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় রূপান্তরিত করার প্রত্যয়ে আমি নিয়ন্তর কাজ করে চলছি, ভূঞাপুর কে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ। ভোটারদের ভোট দেয়ার পরিবেশ থাকলে বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাআল্লাহ্। উল্লেখ্য, গত ১ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছেন। তারমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাও রয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ২১ এপ্রিল, যাচাই-বাছাই শেষ হয়েছে ২৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ হয়েছে ২ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।