নাটোর প্রতিনিধি:
‘একটি গাছ-একটি প্রাণ; তাই যখনই সুযোগ পান-একটি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সাথে নিয়ে নাটোরের বড়াইগ্রামে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ এস.আর পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট মাঠে তিনি এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগের নেতা-কর্মীদের হাতে তুলে দেন।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আ’লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, প্রবীণ আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী, উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালী, উপজেলা সৈনিক লীগের সভাপতি ইসাহক আলী সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...